Paddle wheel aerator – প্যাডেল হুইল এয়ারেটর বৈশিষ্ট্য ও সুবিধা – Aerator company
—-ঢাকা আফিস—–
আমানুল্লাহ সুপার মার্কেট (দ্বিতীয় তালা)
খিলগাও রেলগেট, ঢাকা
মোবাইল: ০১৭১৬১৬০১৬২
০১৭৮৬৩৭২৫১২
০১৭৬১৯০৯০০৭
০১৭৮৫৭৯৮০০৫
——বগুড়া অফিস
—–
উপশহর বাজার, বগুড়া
মোবাইল: ০১৬৭৮৪০৫৪১০
—–প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহারের সুবিধা—–
১। সাধারণত ১০০ শতাংশ বা ১ একর বা ৩ বিঘা তে একটি ২ ঘোড়া মটর ৪ পাখা প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করলে আপনি দ্বিগুন ঘনত্বে মাছ/চিংড়ি চাষ করতে পারবেন, ৫০ শতাংশ বা ১/২ একরে একটি ১ ঘোরা ২ পাখা প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করলে আপনি দ্বিগুন ঘনত্বে মাছ/চিংড়ি চাষ করতে পারবেন
২। একটি ১ ঘোরা ২ পাখা প্যাডেল হুইল এয়ারেটর ঘন্টায় ১.৫-২ কেজি অক্সিজেন এবং ২ ঘোড়া মটর ৪ পাখা প্যাডেল হুইল এয়ারেটর ঘন্টায় ২.৫-৩ কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম ।
৩। এয়ারেটর ব্যবহারের ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং অধিক ঢেউয়ের ফলে মাছের ছুটা ছুটি বৃদ্ধি পায়, তাই মাছ দ্রুত খাবার খায় যা মাছের খাবার অপচয় রোধ করে এবং মাছের দ্রুত বৃদ্ধি ঘটায়। এমন কি শীত কালেও মাছের বৃদ্ধি অব্যাহত থাকে । মাছের পুকেরে ভাসা বা হাপা খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে, ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং আপনার আর্থিক ভাবে অধিক লভবান হবার সুযোগ বেড়ে যায় ।
৪। পুকুরের পর্জাপ্ত অক্সিজেন তৈরী হয়, যা পুকুরে বিদ্যমান অন্যান্য গ্যসের সাথে বিক্রিয়া করে আন্যান্য গ্যাস পুকুর থেকে দূর হয়।
৫ । ক্রামাগত এয়ারেশনের ফলে পানির গুনগত মান নিশ্চিত করে । পানিতে নতুন শেওলা জন্মাতে দেয় না। পানির পি.এইচ. ঠিক রাখে এবং ক্ষতিকর ব্যকটেরিয়া থেকে পানিকে রক্ষা করে ।
৬। পুকুরে মশার উপদ্রব পুরোপুরি দূর করে এবং পুকুরের পানি নোংড়া হবার হাত থেকে রক্ষা করে ।
৭ বটম ক্লিনিং এয়ারেশন এর জন্য প্যডেল হুইল অপরিহার্য উপাদান
Holistic tube
+ There are no comments
Add yours