Aqua Bangla অটো ফিশ ফিডার ভাই ভাই ফিশারীজ লিঃ, চুরখাই, ময়মনসিংহে চালু করা হয়েছে।
এর ক্ষমতা 300 কেজি/ঘন্টা ডুবন্ত মৎস্য খাদ্য এবং 350 কেজি/ঘন্টা ভাসমান মৎস্য খাদ্য। এই ফিডার এর মাধ্যমে দিন রাত্রির যে কোন সময়ে মাছের খাবার দেয়া যায় এবং খাবারের অপচয় 20% কমানো সম্ভব। একই সাথে শ্রমিক নির্ভরতাও কমানো যায়।
সুষম ভাবে মাছের খাদ্য প্রয়োগের মাধ্যমে মাছের size variation কমানো যায়, ফলে তেলাপিয়া বা পাংগাস মাছ সমান আকার ও ওজনের হয় এবং মাছের খাদ্যের FCR কমে আসে।
এই ফিডার ব্যবহারের ফলে শ্রমিক এর নির্ভরতা কমানো ও সঠিক সময়ে বিস্তৃত এলাকায় মাছের খাদ্য প্রয়োগের মাধ্যমে মৎস্য খামারের উৎপাদনশীলতা প্রায় 20% বৃদ্ধি এবং উৎপাদন খরচ খরচ ২৫% কমানো যায়।
+ There are no comments
Add yours