Aqua Bangla Automatic fish feeder in Sherpur, Bangladesh

Aqua Bangla অ্যাকুয়া বাংলা অটোমেটিক ফিশ ফিডার বাংলাদেমশর শেরপুর জেলায় বসানো হয়েছে। পাংগাশ, তেলাপিয়া মাছের খাবার ্র মাধ্যমে দেয়া যায়।

এর ক্ষমতা 300 কেজি/ঘন্টা ডুবন্ত মৎস্য খাদ্য এবং 350 কেজি/ঘন্টা ভাসমান মৎস্য খাদ্য। এই ফিডার এর মাধ্যমে দিন রাত্রির যে কোন সময়ে মাছের খাবার দেয়া যায় এবং খাবারের অপচয় 20% কমানো সম্ভব। একই সাথে শ্রমিক নির্ভরতাও কমানো যায়।
সুষম ভাবে মাছের খাদ্য প্রয়োগের মাধ্যমে মাছের size variation কমানো যায়, ফলে তেলাপিয়া বা পাংগাস মাছ সমান আকার ও ওজনের হয় এবং মাছের খাদ্যের FCR কমে আসে।
এই ফিডার ব্যবহারের ফলে শ্রমিক এর নির্ভরতা কমানো ও সঠিক সময়ে বিস্তৃত এলাকায় মাছের খাদ্য প্রয়োগের মাধ্যমে মৎস্য খামারের উৎপাদনশীলতা প্রায় 20% বৃদ্ধি এবং উৎপাদন খরচ খরচ ২৫% কমানো যায়।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours